
DR NURUL HUDA NAYEEM
Associate Professor and Head of the Dept Program Director - Cochlear Implant - SOMCH Sylhet MAG Osmani Medical College & Hospital
DR. NURUL HUDA NAYEEM started his journey in the field of Otolaryngology & Head – Neck Surgery 16yrs back. After complited graduation from SOMCH he has trained up in the filed of LASER Surgery & Head- Neck Surgery from Doncaster Royal Infirmary in UK & several centers in India. He is the pioneer of Laser & coblation surgery in Sylhet.
Dr. Nayeem is the proud son of Bhadeshwar, Golapgonj, Sylhet. His Father Late Md. Abdul Latif & Mother Begum Noor Jahan was ideal teacher.
আমি পারবোই-
এই প্রবল আত্মবিশ্বাসই
সব সাফল্যের মূলভিত্তি.....
With this slogan he is doing so many social welfare work through NJL ENT Centre & NJL Foundation, like- গর্বিত মা-বাবা সম্মাননা, মা-বাবা দিবস, ফ্রি ফ্রাইডে ক্লিনিক।
He established this hospital as NJL (Nayeem- Jahan-Latify) specialized ENT Hospital along with his mother’s & Father’s name & serve the people of this arena with modern & standard treatment facilities.
আসুন, জন্মদিনে একটি ভালো কাজ করি-
with this slogan he used to arrange every year Free Tympanoplasty Camp for the poor people. He is trying to make it a slogan for everybody those who celebrate their birthday then so many good work will be happend in the world everyday.
Please pray for Dr.Nurul Huda Nayeem .
NJL Foundation
ডা. নাঈম। পুরো নাম ডা. নূরুল হুদা নাঈম। নামের অর্থ যেমন আলো, কাজে-কর্মেও তেমন আলোকিত জীবন তাঁর। চিকিৎসা ও মানবসেবার আলো ছড়িয়ে দিয়ে তিনি হয়েছেন সত্যিকার অর্থে নূরুল হুদা মানে ‘সরলপথের আলো বা দিশারী’। সিলেটের প্রথম ইএনটি লেজার সার্জারি ও এন্ডোসকোপিক সার্জারির পাওনিয়ার ডা. নাঈম সাধারণ অর্থের কোন ডাক্তার বা চিকিৎসক নন, তিনি সর্বাধুনিক একজন চিকিৎসাবিজ্ঞানীও। যেমন জ্ঞান তেমন মন নিয়ে মানব সেবার ব্রতী হয়েই তার জীবন চলা। ‘ডাক্তার নয় জীবন্ত কসাই’ দেশের চিকিৎসাঙ্গনে বহুল প্রচলিত এ অপবাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করেছেন তিনি। প্রমাণ করেছেন ডাক্তাররা মূলত কসাই নন এবং চিকিৎসাবিদ্যা আসলে কোন বাণিজ্যিক পেশা নয়। মূলত এটা মানব সেবা ও মানবপ্রেমে ব্রতী হওয়ার এক জ্বলন্ত শিক্ষা, এক জীবন্ত প্রশিক্ষণ।
২০২২ সালের ২৫শে মে তিনি সিলেটর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে এক নতুন ইতিহাস সংযোজন করেছেন। যার নাম কক্লিয়ার ইমপ্লান্ট।
কক্লিয়ার ইমপ্লান্ট হলো, একটি ইলেকট্রনিক ডিভাইস যা মারাত্মক বা সম্পূর্ন বধির ব্যক্তিকে কানে শুনতে সহায়তা করে। আর এর সফল অস্রোপাচারে এখন পর্যন্ত ১০২ জন বধির কানে শুনতে পায়।