Blog Details

দুই কানের পর্দা জোড়া লাগানোর কৃতিত্ব বাংলাদেশি চিকিৎসকের


একই সঙ্গে দুই কানের পর্দা জোড়া লাগানোর অপারেশনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের চিকিৎসকরা। ইতোপূর্বে একটি কানের পর্দা অপারেশনের দেড় মাস পর অন্য কানের পর্দার চিকিৎসা করতে হতো। সিলেটের চিকিৎসক ও নাক কান গলা রোগ বিশেষজ্ঞ নূরুল হুদা নাঈম একই সঙ্গে দুই কানের পর্দা অপারেশন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন।


২০১০ সালে শুরু করা গবেষণার মাধ্যমে নতুন এ পদ্ধতিতে সফলতা অর্জন করেন তিনি। এক কানে স্বীকৃত পদ্ধতিতে ও অপর কান না কেটে পর্দা জোড়া দেয়ার এ নতুন পদ্ধতি উদ্ভাবন করেন ডা. নূরুল হুদা নাঈম ও তার দল।


তাদের এ পদ্ধতি ও সাফল্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২০১৯ সালের জার্নালে প্রকাশিত হয়েছে। বুধবার সিলেটের কাজলশাহ’র এনজেএল ইএনটি সেন্টারের একটি অনুষ্ঠানে এ সফলতার কথা তুলে ধরা হয়। এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ অপারেশনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. নূরুল হুদা নাঈম। প্রতি বছর ৩০ ডিসেম্বর ১০ জন রোগীর কানের পর্দার অপারেশন বিনামূল্যে করে দেয় এনজেএল ফাউন্ডেশন।